• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

এক বুক নিয়ে দুই শিশুর জন্ম, আলাদা করা যাবে না

আজকের খুলনা

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের তসবিসপুর গ্রামে জন্ম নিয়েছে এক বুকের দুই কন্যা শিশু।

গত শুক্রবার যশোরের অসীম ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে এই কন্যা শিশু দুটির জন্ম হয়।

শিশু দুটির মাথা, হাত ও পা আলাদা থাকলেও তাদের দুজনেরই বুক একটাই। শিশুকন্যা দুটির কৃষক বাবা উজ্জল জানালেন ডায়াাগনস্টিক সেন্টারের ডাক্তার জানিয়েছেন, এই শিশু দুটির অপারেশন করার কোন উপায় নেই। এভাবেই তাদেরকে থাকতে হবে। উজ্জলের শাপলা নামে দশ বছরের আরও একটি মেয়ে আছে। শাপলা হাকিমপুর দাখিল মাদ্রাসা ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

অপারেশনের পরে মা এবং শিশু কন্যা দুটি ভালো আছে। খুশিদা তার যমজ শিশু কন্যা দুটি নিয়ে এখন নিজ বাপের বাড়ি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মশিউরনগর গ্রামে অবস্থান করছেন। তাদেরকে দেখতে এলাকার উৎসুক মানুষজন ভিড় করছে।

আজকের খুলনা
আজকের খুলনা