• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

এ বছর সাড়ে ৭ লাখ কর্মী বিদেশে পাঠাতে চায় সরকার

আজকের খুলনা

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২০  

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় চলতি বছর বিভিন্ন দেশে সাড়ে ৭ লাখ কর্মী পাঠাতে চায়। এছাড়া নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি কর্মী বিদেশের পাঠানোর আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা।

রোববার নতুন বছরে সরকারের শ্রমবাজার পরিকল্পনা নিয়ে অভিবাসন বিষয়ক সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রী বলেন, ‘এই বছরেই সাড়ে সাত লাখ কর্মীর বিদেশে কর্মসংস্থান করা আমাদের লক্ষ্য। আমাদের বিশ্বাস এ সংখ্যা লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে।’

প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া বছরে ৭ লাখ ১ হাজার বাংলাদেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছিল, যা মন্ত্রণালয়ের কর্মী প্রেরণের লক্ষ্যমাত্রার (৬.৫০ লাখ) চেয়ে প্রায় ৫১ হাজার বেশি।

আজকের খুলনা
আজকের খুলনা