• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইডেন টেস্ট : আঙ্গুলে চোটের কারণে খেলছেননা সাইফ

আজকের খুলনা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

ইমরুল কায়েস না সাইফ হাসান? কে খেলবেন ইডেন টেস্টে? কাকে রেখে কাকে খেলানো হবে? এই নিয়ে যখন দ্বিধা-সংশয়, তখনই আঙ্গুলের ক্ষত হঠাৎ পিছনে ঠেলে দিল তরুণ সম্ভাবনাময়ী ওপেনার সাইফ হাসানকে। এ তরুণ ওপেনারের কলকাতা টেস্ট খেলার সম্ভাবনা থাকলেও, হাতের আঙ্গুলে ব্যাথা পাওয়ায় সে সম্ভাবনা কমে গেছে অনেকটাই।

বিপিএলের লোগো উন্মোচনের দিনই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, ক্যাচ ধরতে গিয়ে ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন আঙ্গুলে ব্যাথা পেয়েছে সাইফ। আঙ্গুলের কোনায় একটি সেলাইও দিতে হয়েছে। সেই এক সেলাইয়ের ক্ষত যে প্রায় এক সপ্তাহ ভোগাবে, সাইফের কলকাতা টেস্ট খেলার পথে বাঁধা হয়ে দাঁড়াবে, তা কে জানতো? আজ বিসিবি তথা জাতীয় দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, সাইফকে দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ দেয়া হয়েছে।

চিকিৎসকরা মনে করছেন সাইফের ভালোর জন্যই তার বিশ্রাম দরকার। এ কারণে কোনরকম ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রামে পাঠিয়ে দেয়া হয়েছে। এর অর্থ, কলকাতার ইডেন টেস্টে ইমরুলই সাদমানের সঙ্গে ইনিংস ওপেন করতে নামবেন।

আজকের খুলনা
আজকের খুলনা