• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইঁদুরের বিষে শিশুর মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

মৌলভীবাজারের কুলাউড়ায় ধান রক্ষার জন্য ঘরে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে তামিম আহমদ নামে ১৩ মাস বয়সী এক শিশু মারা গেছে। সোমবার বেলা ২টার দিকে উপজেলার পৃথিমপাশার গণকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিশু তামিম গণকিয়া গ্রামের জুবেল আহমদ ও লাভলী বেগম দম্পতির একমাত্র পুত্র। সোমবার তামিমের চাচা ঘরে রাখা আমন ধান রক্ষার জন্য বাজার থেকে ইঁদুরের বিষ কিনে আনেন। ঘরে একটি কাগজের পোটলায় রাখা ছিল বিষ। দুপুরে তামিম ঘরের ভেতর খেলার সময় বিষ খেয়ে ফেলে। বিষয়টি প্রথমে কেউ বুঝতে পারেননি। লাভলী বেগম সন্তানকে দুপুরের খাবার দিতে গেলে দেখেন তামিম বমি করছে। দ্রুত তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ডা. নুরুল হক বলেন, 'যেকোন ধরণের ঔষধ ও কীটনাশক ঘরে সতর্কতার সাথে রাখতে হয়। অবশ্যই তা শিশুদের কাছ থেকে নিরাপদ দূরত্বে রাখা উচিত। এর ব্যতিক্রম হলে দুর্ঘটনা যে কোন সময় ঘটতে পারে।'

কুলাউড়া থানার এসআই হারুন আল রশীদ জানান, তামিমের লাশ আইনী প্রক্রিয়াশেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা