• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আর্থিক সেবা প্রদানে ‘নগদ’ এর অঙ্গীকার

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ এসএমই ব্যবসায়বান্ধব করার প্রয়াসে ‘উদ্যোক্তা’ প্রস্তুত করছে।

এর ফলে শুধু কর্মসংস্থানই সৃষ্টি হবে না, ‘নগদ’ এর লেনদেনের সীমা এসএমই খাতের সংশ্লিষ্টদের ব্যবসায়িক উন্নয়নে সহায়তা করবে বলে ধারণা করছে ডাক বিভাগের সংশ্লিষ্টরা।

গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের জনগণ বিশেষ করে কৃষি, মৎস্য এবং অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা প্রায়ই থেকে যায় এসব আর্থিক সুবিধার আওতার বাইরে। এর অন্যতম কারণ, বাংলাদেশের ইউনিয়ন, গ্রাম এবং প্রান্তিক জনগোষ্ঠীর একটি বিরাট অংশ এখনও নগদ লেনদেনের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে।

এ দেশের শহর, ইউনিয়ন, গ্রাম এবং প্রান্তিক মানুষের আর্থিক লেনদেনে সহায়তা করার জন্য ডিজিটাল আর্থিক সেবা অগ্রণী ভূমিকা পালনে সক্ষম।

‘বাংলাদেশ ডাক বিভাগ’-এ দেশের সাধারণ জনগণের আর্থিক সেবাদানকারী প্রধান প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। সেই সেবার ধারাবাহিকতা বজায় রেখে নতুন দিনের ডাকে সাড়া দিয়ে তাৎক্ষণিক এবং দ্রুততার সঙ্গে আর্থিক লেনদেনের সুবিধা প্রদানের প্রত্যয়ে ‘বাংলাদেশ ডাক বিভাগ’ চালু করেছে দেশের প্রথম ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

আজকের খুলনা
আজকের খুলনা