• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আমি চাই উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকুক : আঁখি আলমগীর

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮  

দেখতে দেখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। দেশজুড়ে বইছে নির্বাচনী হওয়া। শোবিজ অঙ্গনের শিল্পীরাও বেশ উচ্ছ্বসিত। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন তারা।

নির্বাচন ভাবনা প্রসঙ্গে জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর বলেন, ‘আমি ঢাকা-১৮ আসনের বাসিন্দা। শহুরে বাসিন্দা হয়ে নাগরিক সুযোগ-সুবিধা আমি ভোগ করে যাচ্ছি। গান-বাজনার সুবাদে বিশ্বের অনেক দেশে আমার যাওয়া-আসা হয়েছে। অনেক উন্নত বিশ্ব আমি দেখেছি। আমিও চাই, আমার দেশ এগিয়ে যাক। উন্নত বিশ্বের সকল সুযোগ-সুবিধা এ দেশের নাগরিকরাও পাক। তাই যারা দেশের উন্নয়নের কথা ভাবে, তাদেরকেই ক্ষমতায় দেখতে চাই।’

আঁখি আরও বলেন, ‘বিগত বছরের তুলনায় আমরা কিন্তু এখন অনেক এগিয়ে গেছি। আমি চাই উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকুক। অনেকে বলেন, ঢাকার রাস্তায় জ্যাম ভয়াবহ। আশা করি, আগামীতে এই সমস্যা থাকবে না। ঢাকার রাস্তায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। মেট্রো রেল লাইনের কাজ চলছে। এটি চালু হলে ঢাকার জ্যাম থাকবে না বললেই চলে। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে যে উদ্যোগ নিয়েছেন তা বাস্তবায়ন হলে আমরাও উন্নত দেশের সুযোগ-সুবিধা পাবো।’

আসন্ন নির্বাচনে ভোট দেওয়া প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘আমি উত্তরার ভোটার। প্রতিবার সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে আমি ভোট দিয়েছি। বাড়ির কাছেই আমার ভোটকেন্দ্র। আমার ভোট কখনো কারচুপি হয়নি। এবারও সকালে গিয়ে ভোট দেব। ভোটের দিন নিজের কাছে একটা উৎসব উৎসব লাগে। আশা করি, এবারও উৎসবের আনন্দে ভোট দেব।’

কেমন প্রার্থীকে ভোট দিতে চান? এ প্রশ্ন আঁখি বলেন, ‘দেশের জন্য আমার একটি ভোট খুবই গুরুত্বপূর্ণ। তাই যোগ্য প্রার্থী ও যারা দেশের উন্নয়ন করবে তাকেই আমি ভোটটা দেব।’

আজকের খুলনা
আজকের খুলনা