• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

`আবাসিক বিদ্যালয় পাবে দুর্গম অঞ্চলের শিক্ষার্থীরা`

আজকের খুলনা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯  

পাহাড়ে শিগগিরই প্রতিষ্ঠা হবে আবাসিক বিদ্যালয়। আর এ সুবিধা পাবে দুর্গম অঞ্চলের শিক্ষার্থীরা। সরকার পাহাড়ি অঞ্চলে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। তা খুব দ্রুত বাস্তবায়নও করা হবে। এছাড়া রাঙামাটিতে চালু হয়েছে মেডিক্যাল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ অঞ্চলের শিক্ষার্থীরা যাতে ঘরে বসে উচ্চ শিক্ষা লাভ করতে পারে, সে লক্ষ্যে এ শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থাপন করা হয়েছে। এ সব কিছু পাহাড়ের মানুষের প্রতি সরকারের ভালবাসা আর আন্তরিকতার কারণে সম্ভব হয়েছে। কারণ সরকার চায় না পাহাড়ের মানুষ পিছিয়ে থাকুক। তাই সরকারের এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

আজ বেলা ১১টায় রাঙামাটির শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেছেন। 

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য মুচা মাতব্বর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম ও শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজর প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে বেলুন উড়িয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আর্থায়নে ৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাঙামাটির শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন-২ এর উদ্বোধন করেন সংসদ সদস্য দীপংকর তালুকদার।

আজকের খুলনা
আজকের খুলনা