• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আক্রান্ত প্রায় ২৫ লাখ, মৃত ছাড়াল ১ লাখ ৭০ হাজার

আজকের খুলনা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

বিশ্বে ২৪ লাখ ৮১ হাজার ২৩৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এতে মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ৪৩৫  জন।

ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬ লাখ ৪৬ হাজার ৮৪৮ জন।

বর্তমানে আক্রান্ত ১৬ লাখ ৬৩ হাজার ৯৫৩ জনের জনের মধ্যে মৃদু সংক্রমণ রয়েছে ১৬ লাখ ৭ হাজার ১৮৭ জনের মধ্যে এবং গুরুতর অবস্থায় রয়েছেন ৫৬ হাজার ৭৬৬ জন।

বর্তমানে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন। দেশটিতে মারা গেছেন ৪২ হাজার ৫১৪ জন।

আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক, ইরান।

চীনের পরের অবস্থানে থাকলেও সেখানে সংক্রমণের সংখ্যা ক্রমেই কমছে। গেল ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন মাত্র ১১ জন। এছাড়া গেল তিনদিনে সেখানে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২ হাজার ৯৪৮ জনের শরীরে। এর মধ্যে চিকিৎসাধীন ২ হাজার ৭৬২ জন, মারা গেছেন ১০১ জন এবং সুস্থ  হয়েছেন ৮৫ জন।

আজকের খুলনা
আজকের খুলনা