• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

অর্থ আত্মসাত : তিন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান শিহান আবরার চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৭ জানুয়ারি) দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। দুদক সজেকা ঢাকা-১ এর মামলা নং-১২।

মামলার অপর দুই আসামি হলেন- দি মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন ও একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুন নাহার।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধ প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আমানতকারীদের আমানতের ৯ কোটি ২৫ লাখ টাকা ঋণের নামে উত্তোলনপূর্বক আত্মসাৎ এবং আত্মসাৎ করা অর্থ গোপন করার উদ্দেশে স্থানান্তার ও রূপান্তর করে।

এর ফলে দণ্ডবিধি ৪০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় দুদক এ মামলা দায়ের করে।

আজকের খুলনা
আজকের খুলনা