• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

অনলাইনে পছন্দের জিনিস অর্ডার করলো যে পাখি

আজকের খুলনা

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮  

হুবহু মানুষের মতো কথা বলতে পারায় টিয়া পাখির অনেক নামডাক আছে। তবে এবার বিচিত্র এক কাণ্ড ঘটিয়ে বসলো রোকো নামে এক টিয়া পাখি। মালিক বাড়িতে নেই সেই সুযোগে অনলাইন সাইটে পছন্দের একগুচ্ছ জিনিস অর্ডার করে বসলো আফ্রিকার এ পাখি।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, রোকো নামে একটি আফ্রিকার গ্রে টিয়া নিজের মালিকের আমাজন অ্যালেক্সা ডিভাইসের সাহায্য নিয়ে নিজের পছন্দের স্ন্যাক্স যেমন তরমুজ, কিসমিস, ব্রকোলি ও আইসক্রিমের অর্ডার দিয়েছে।  শুধু তাই নয়, একটি আলোর বাল্ব ও ঘুড়িও অর্ডার দিয়েছিল রোকো।

তার মালিক ম্যারিয়ন উইস্চেনয়স্কি জানিয়েছেন, বিষয়টি জানার পর তিনি আশ্চর্য হয়ে যান।  ম্যারিয়ন বলেন, ‘অফিস থেকে বাড়ি ফিরে আমি শপিং লিস্ট চেক করতে গিয়ে অবাক হয়ে যাই। তারপরে সবকটা জিনিসের অর্ডার ক্যান্সেল করি।’

তবে এই প্রথমবার টিয়াটি নিজের কাজের জন্য শিরোনামে এসেছে এমন কিন্তু নয়। বিবিসি জানিয়েছে, রোকোকে বার্কশায়ারের ‘ন্যাশনাল অ্যানিমেল ওয়েলফেয়ার ট্রাস্ট’ অভয়ারণ্য থেকে ম্যারিয়নের বাড়িতে পাঠানো হয়েছিল। কারণ, সে এত খারাপ ভাষা ব্যবহার করতো যে কর্তৃপক্ষ চিন্তায় ছিলেন হয়তো তার কথা শুনে অন্য পাখিরাও খারাপ ভাষাই শিখবে।

ম্যারিয়ন উইস্চেনয়স্কি ওই অভয়ারণ্যেরই একজন কর্মী। তিনিই তখন রোকোকে নিজের অক্সফোর্ডশায়ারের বাড়িতে এনে রাখেন। তবে রোকোর এমন খারাপ ব্যবহার সত্ত্বেও তার মালিকের বিশ্বাস, তার পোষা পাখিটিই সবথেকে মিষ্টি টিয়া।

তিনি বলেন, ‘আগেও আমি কাজ সেরে বাড়ি ফিরলে রোকো রোমান্টিক গান চালিয়ে দিয়েছে। ও খুবই মিষ্টি।’

আজকের খুলনা
আজকের খুলনা