• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩  

আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এশিয়া কাপের। সে আসরে অংশ নিতে আজ রবিবার দুপুরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে কলম্বো রওয়ানা দিয়েছে সাকিব বাহিনী।

লিটন কুমার দাস অবশ্য দলের সঙ্গে অবশ্য যেতে পারেননি।

জ্বরের কারণে একদম শেষ মুহূর্তে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়া পেসার এবাদত হোসেনের চোটে দলে আসা তরুণ পেসার তানজিম হাসান সাকিবও দলের সঙ্গে শ্রীলঙ্কার বিমানে চড়তে পারেননি। তিনি আগামীকাল সোমবার অন্য ফ্লাইটে যাবেন।
এশিয়া কাপের এবারের আসরে প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল।

দলগুলো হলো পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তান। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও নাঈম শেখ।

আজকের খুলনা
আজকের খুলনা