• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম ৩ ওয়ানডে ম্যাচ খুলনায়

আজকের খুলনা

প্রকাশিত: ৪ জুলাই ২০২৩  

অবশেষে দীর্ঘ বিরতির পর খুলনা শহিদ আবু নাসের স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ দলের মধ্য দিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে। এর মধ্যে ৩টি হবে খুলনায় এবং বাকী ২টি হবে রাজশাহীতে। এর মধ্য দিয়ে প্রায় পাঁচ বছরের অধিক সময়ের বন্ধাত্ব কাটিয়ে খুলনার মাটিতে শুরু হচ্ছে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। আগামী ৬ জুলাই সকাল ৯টায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

সোমবার দুই দলই খুলনায় আসে। দুই দলের আবাসিক হোটেল ক্যাসল সালাম। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার শহিদ শেখ আবু নাসের স্টেডিয়ামে উভয় দলের অনুশীলন শুরু হবে সকাল ৯টায়। অনুশীলন চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরের দিন ৬ জুলাই একই স্থানে সকাল ৯টায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ। পরের দিন ৭ জুলাই থাকবে বিশ্রাম। ৮ জুলাই একই স্থানে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উভয় দলের প্রাকটিস চলবে। ৯ জুলাই দ্বিতীয় ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। ১০ জুলাই থাকবে বিশ্রাম ও প্রাকটিস। পরের দিন ১১ জুলাই তৃতীয় ওডিআই হবে সকাল ৯টায়। পরের দিন ১২ জুন উভয়দল রাজশাহীর উদ্দেশ্যে সড়ক পথে খুলনা ছেড়ে যাবে।

আর রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ দুই ওয়ানডে, ১৪ ও ১৭ জুলাই। পাঁচ ম্যাচের এই সফর শেষ করে প্রোটিয়া যুবা দল বাংলাদেশ ছাড়বে ১৮ জুলাই।

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফরসূচি- ৬ জুলাই, প্রথম ওয়ানডে, খুলনা, সকাল ৯ টা; ৯ জুলাই, দ্বিতীয় ওয়ানডে, খুলনা, সকাল ৯ টা; ১১ জুলাই, তৃতীয় ওয়ানডে, খুলনা, সকাল ৯ টা; ১৪ জুলাই, চতুর্থ ওয়ানডে, রাজশাহী, সকাল ৯ টা; ১৭ জুলাই, পঞ্চম ওয়ানডে, রাজশাহী, সকাল ৯টা।

আজকের খুলনা
আজকের খুলনা