• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের খুলনা

মুস্তাফিজ ম্যাজিকে বাংলাদেশের সিরিজ জয়

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

ইংল্যান্ডের চেমসফোর্ডে তৃতীয় ওয়ানডে জয়ে সিরিজ টাইগারদের। শুরু থেকে আয়ারল্যান্ডের ব্যাটাররা আগ্রাসী থাকলেও মুস্তাফিজ-হাসান মাহমুদের বোলিং তোপে শেষ পর্যন্ত জয় পেয়েছে টদইগাররাই।

সবশেষ দলের হয়ে চার উইকেট সংগ্রহ করেছেন পেসার মুস্তাফিজুর রহমান। আর শেষ মুহুর্তে হাসান মাহমুদের ২ উইকেট দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌছে দেন। ৫ রানে জয় তুলে নেয় বাংলাদেশ।

অবশ্য আয়ারল্যান্ডের ভিত নাড়িয়ে দেয় নাজমুল হাসান শান্ত। বোলিংয়ে অনিয়মিত নাজমুল হোসেন শান্তকে এনে যেন বাজি ধরেছিলেন তামিম ইকবাল। আগের ম্যাচের বিধ্বংসী ব্যাটার হ্যারি টেক্টরকে শান্ত অফ-স্পিনে বাউন্ডারিতে ধরাশায়ী করেছেন। লিটন দাসের তালুবন্দি হওয়ার আগে টেক্টরের সংগ্রহ ৪৫ রান। এরপর দ্রুত উইকেট হারিয়ে ক্রমাগত হারের পথে এগিয়ে যায় আইরিশরা।

তবে আইরিশ ইনিংসের ৩৭তম ওভারটাই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারত। অভিষিক্ত মৃত্যুঞ্জয় চৌধুরীর করা ওই ওভারে আইরিশরা পায় ২১ রান। অথচ এর আগে স্বাগতিকদের ৭৪ বলে ১০১ দরকার ছিল। সেই ধাক্কা সামলে ব্রেক-থ্রু চাওয়া ছিল টাইগারদের। শান্ত এসে সেটাই নিশ্চিত করেছেন। এরপর মুস্তাফিজ ও হাসানের বোলিং তোপ আইরিশদের কফিনে শেষ পেরেকের কাজ করেছে।

তবে তখনও নাটকীয়তার কিছুটা বাকি। ক্রিজে থাকা মার্ক অ্যাডায়ার ও অ্যান্ডি ম্যাকব্রাইন টাইগারদের জয় ছিনিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। তার ওপর বাড়তি পাওনা হিসেবে আসে বাউন্ডারিতে মেহেদী হাসান মিরাজের হাত ফসকানো ক্যাচ।

আজকের খুলনা
আজকের খুলনা