• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আইরিশদের কাছে হেরে প্রস্তুতি শেষ টাইগারদের

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব বাজেভাবেই শেষ করল বাংলাদেশ। প্রথম অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী হওয়ার পর এবার আয়ারল্যান্ডের কাছেও হারল টাইগাররা।

দ্বিতীয় ও শেষ অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে আইরিশদের কাছে ৩৩ রানে হারের তেতো স্বাদ হজম করল বাংলাদেশ। তবে সান্ত্বনা হিসেবে থাকছে আন-অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে ওমান 'এ' দলের বিপক্ষে বড় ব্যবধানের জয়।

আবুধাবীর শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্য করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে নাই হয়ে যায় টাইগারদের তিন উইকেট। মোহাম্মদ নাঈম শেখ (৩), লিটন দাস (১) ও মুশফিকুর রহিম (৪) সাজঘরে ফেরেন খুব দ্রুত। 

লাল-সবুজের জার্সি গায়ে রানের দেখা পান সৌম্য সরকার (৩০ বলে ৩৭) ও নুরুল হাসান সোহান (২৪ বলে ৩৮)। সঙ্গে দলীয় স্কোরে ১১ বলে ১৪* রান যোগ করেন তাসকিন। আফিফ হোসেন করেন ১৭ রান। বাকি আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কেও পৌঁছতে পারেননি। দল গুটিয়ে যায় ১৪৪ রানে।

তার আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে বোলিংয়ে ভালো করতে পারেনি টাইগাররা। আবুধাবিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে আয়ারল্যান্ড গড়ে ১৭৭ রানের পুঁজি ।

অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় আয়ারল্যান্ডের গ্যারেথ ডেলানি ৫০ বলে সংগ্রহ করেন ৮৮ রান। ডেলানির ইনিংসটি সাজান তিন বাউন্ডারি ও আট ছক্কায়। তার সঙ্গে অ্যান্ড্রু বালবার্নি ২৫, হ্যারি টেক্টর ২৩* ও ওপেনার পল স্টার্লিং ২২ রান যোগ করেন দলীয় স্কোরে।

তাসকিন আহমেদ ৪ ওভারে ২৬ রান খরচ করে নেন ২ উইকেট। মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম দুজনেই চার ওভারে দেন ৪০ রান। বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ৩ ওভারে ৩৩ রানে পান এক উইকেট। 

আর অফ-স্পিনার শেখ মেহেদী ৩ ওভারে ১৫ রান দিয়ে থেকে যান উইকেট শূন্য।

আজকের খুলনা
আজকের খুলনা