সাইবার নিরাপত্তা ঝুঁকিতে বেবিচক
আজকের খুলনা
প্রকাশিত: ১৬ মার্চ ২০২২

কর্মীদের হাজিরা থেকে শুরু করে, উড়োজাহাজের চার্জ আদায়সহ বিভিন্ন কাজে প্রযুক্তির ব্যবহার করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) মাধ্যমে দেশের বাকি বিমানবন্দরও বেবিচকের প্রধান কার্যালয়ের সঙ্গে যুক্ত। তবে এ কাজে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার ও হার্ডওয়্যারের লাইসেন্সের মেয়াদ পার হয়েছে ৯ মাস আগে। ফলে যেকোনও সময় সাইবার অ্যাটাক বা ভাইরাসের কবলে পড়ার ঝুঁকিতে রয়েছে বেবিচকের ডেটা সেন্টার।
নিজস্ব প্রযুক্তিবিদ না থাকায় বেবিচকের ডেটা সেন্টার, সফটওয়্যার ও নেটওয়ার্ক সংক্রান্ত যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান। এতেও আছে সাইবার নিরাপত্তা ঝুঁকি।
জানা গেছে, বেবিচকে পরিচালনা ও পরিকল্পনা, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টে, প্রশাসন, অর্থ, নিরাপত্তা, ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স, প্রকৌশল বিভাগ থাকলেও আইটি বিভাগ নেই। রাডার, টেলিকমিনিউকেশন, নেভিগেশনের বিভিন্ন বিষয় পরিচালিত হচ্ছে বেবিচকের নিজস্ব জনবলে। এজন্য রয়েছে কমিনিউকেশন, নেভিগেশন, সার্ভেইল্যান্স (সিএনএস) বিভাগ। একই বিভাগ সফটওয়্যার সল্যুশনসহ প্রযুক্তিগত বিষয়গুলোও দেখাশোনা করছে।
এসব যন্ত্রপাতি কেনাকাটা করছে বেবিচকের সেন্ট্রাল প্রকিউরমেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্টোর ইউনিট (সেমসু)। সেখানেও নেই দক্ষ প্রযুক্তিবিদ। সময়ের প্রয়োজনে বিভিন্ন সফটওয়্যার ও হার্ডওয়্যার যুক্ত হলেও তা দেখাশোনা করছে সিএনএস বিভাগ। যেখানে নেই কোনও প্রোগ্রামার বা কম্পিউটার প্রকৌশলী। ফলে বেবিচকের প্রযুক্তিগত পরামর্শ, দরপত্র যাচাই, ব্যবহার, রক্ষণাবেক্ষণসহ যাবতীয় কাজে নির্ভর করতে হচ্ছে আউটসোর্সিংয়ের ওপর।
সূত্র জানায়, বেবিচকের লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান), ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (ওয়ান), ডেটা সেন্টার, ৩৫টি বিভিন্ন মডিউলের সফটওয়্যার, বিভিন্ন কম্পিউটার ও নেটওয়ার্ক যন্ত্রপাতির ব্যবহার ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সাউথটেক লিমিটেড। ২০১৭-১৮ অর্থ বছরে ম্যানেজড আইসিটি সাপোর্ট সার্ভিসের আওতায় বেবিচকের সকল বিভাগ, শাখা ও ইউনিটের আইসিটি ও ই-গভর্ন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে দায়িত্ব দেয় বেবিচক।
সূত্র জানায়, প্রায় ১৯ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে সাউথটেককে দায়িত্ব দেয় বেবিচক। তিন বছর মেয়াদে সফটওয়্যার, হার্ডওয়্যার স্থাপন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বও সাউথটেকের। ২০২১ সালের ২৪ জুন চুক্তির মেয়াদ শেষ হয়। পরে আবারও তিন বছরে মেয়াদ বৃদ্ধির জন্য ৩০ কোটি ৭৮ লাখ টাকা প্রস্তাব করে সাউথটেক। তবে সাউথটেকের এই আর্থিক প্রস্তাব বেশি মনে হওয়ায় বেবিচক কমিটি গঠন করে অন্য প্রতিষ্ঠানের দরপত্র যাচাই করার উদ্যোগ নেয়। এ অবস্থায় নতুন করে কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত সাউথটেককেই সেবা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেয় বেবিচক।
সূত্র জানায়, এরমধ্যে বেশ কিছু সফটওয়্যার ও হার্ডওয়্যারের লাইসেন্সের মেয়াদ পার হয়েছে। বেবিচকের সঙ্গে নতুন চুক্তি না হওয়ায় লাইসেন্স নবায়ন করতে পারছে না সাউথটেক।
কেন লাইসেন্স নবায়ন জরুরি জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. তুহিনুল ইসলাম বলেন, ‘প্রতিনিয়ত নতুন ভাইরাস ও হ্যাকিং থ্রেট তৈরি হচ্ছে। সেগুলো প্রতিরোধ করতে সফটওয়্যার-হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রটেকশন সল্যুশন তৈরি করে। লাইসেন্স নবায়ন না করলে সেই সল্যুশন আপডেট হবে না।’
নতুন করে চুক্তি প্রসঙ্গে বেবিচকের সেন্ট্রাল প্রকিউরমেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্টোর ইউনিটের (সেমসু) নির্বাহী পরিচালক মো. মহসিন বলেন, ‘বিভিন্ন সফটওয়্যার দিয়েছে সাউথটেক। তারা জানিয়েছে লাইসেন্স নবায়ন করতে হবে। আমরা দরপত্র আহ্বান করেছি। শিগগিরই নতুন করে দায়িত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে যোগ্য প্রতিষ্ঠানই কাজ পাবে।’
সূত্র জানায়, ২০১৬ সালে অটোমেশনের উদ্যোগ নেয় বেবিচক। তবে নিজস্ব প্রযুক্তিবিদ না থাকায় তিন কোটি টাকায় নিয়োগ দেওয়া হয় একটি পরামর্শক প্রতিষ্ঠান। তাদের কাজ ছিল কোন প্রক্রিয়ায় অটোমেশন করা হবে তা বের করা। তবে সেই প্রতিষ্ঠান তাদের কাজ সম্পন্ন করতে পারেনি।
সাউথটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মামনুন কাদের বেবিচকের সফটওয়্যার তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজটি আমাদের প্রতিষ্ঠান করছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও দেশের স্বার্থে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু জটিলতা হচ্ছে সফটওয়্যারের মেয়াদ নিয়ে। নিরাপত্তার স্বার্থে এগুলো নবায়ন করা জরুরি। আমরা বিকল্প পদ্ধতিতে যতটা সম্ভব প্রটেকশন দিচ্ছি। এ বিষয়ে বেবিচককে জানিয়েছি।’
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, আমাদের আইটি টিম আছে। তবে যোগ্যতা, দক্ষতা ও সংখ্যার বিচারে আমাদের টিম যথেষ্ঠ শক্তিশালী নয়। এজন্য আউটসোর্সিংয়ের ওপর নির্ভর করতে হয়। প্রতিনিয়ত চেষ্টা করছি নিজস্ব জনবলকে দক্ষ করে তুলতে। নিয়োগ প্রক্রিয়াও চলমান। এটা সম্পন্ন হলে প্রশিক্ষণ দিয়ে কর্মীদের দক্ষ করে তোলা হবে। তখন বেবিচক নিজেই সফটওয়্যার-হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ করতে পারবে।
লাইসেন্স নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রকিউরমেন্ট পলিসি আছে। পলিসির বাইরে যেতে পারি না। নিয়ম অনুসরণ করতে গিয়ে দরপত্র দেওয়ার পর আবার দরপত্র দিতে হচ্ছে। এরমধ্যে লাইসেন্সের সময় চলে গেছে। এটা ক্রুশিয়াল পিরিয়ড। তবে আমরা একটা টিম করেছি, যেন সবাই সাবধানে থাকে।

- তেরখাদায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
- খুলনায় জমবে ইফতার রাজনীতি
- খুলনায় ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান বিচারপতি
- খুলনায় অগ্নি নির্বাপণ কৌশল ও যন্ত্রপাতি ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ
- আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
- জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ প্রতারক আটক
- অন্যের জমিতে ৪ তলা ভবন ভেঙে দিলো কেডিএ
- খুলনা নগরীর আড়ংঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
- কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ
- মানহানি মামলায় রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড
- গুণীজনদের স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
- চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার
- খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচি
- রূপসার ২ কৃতি সন্তান মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়ায় সম্বর্ধনা
- খুলনা তেরখাদায় গৃহহীনদের মাঝে ভূমি ও ৯০ টি গৃহ হস্তান্তর
- তেরখাদার চিত্রা মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণ
- খুলনাসহ তিন বিভাগে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ
- খুলনায় স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম শীর্ষক সেমিনার
- ডুমুরিয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্
- খুলনায় নাশকতার মামলায় মঞ্জুসহ বিএনপির ৬৬ নেতাকর্মীর বিচার শুরু
- বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে খুবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা
- ঈদযাত্রার অগ্রিম টিকিটের শতভাগ বিক্রি হবে অনলাইনে
- কুয়েটের এলই বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
- খুবিতে অ্যাসেসমেন্ট আন্ডার ওবিই ফ্রেমওয়ার্ক শীর্ষক প্রশিক্ষণ
- ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন
- ইউক্রেন সংকট নিরসনে চীনের প্রস্তাব ভিত্তি দেখছে রাশিয়া
- ৪র্থ পর্যায়ে দিঘলিয়ায় বিনামূল্যে জমি ও ঘর পাচ্ছে ১১৫ টি পরিবার
- রূপসায় জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন
- তেরখাদায় সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং
- সৌদি আরবে বৃহস্পতিবার থেকে রোজা শুরু
- মেডিক্যালের ভর্তিযুদ্ধে প্রথম রাফসান, ৫৫ মিনিটে সব উত্তর
- খুলনায় বিজিবি’র অভিযানে জব্দকৃত বিভিন্ন রকম মাদকদ্রব্য ধ্বংস
- অনলাইন বেটিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
- খুলনায় দুই চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা রোগির মায়ের
- খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
- পুরো খুলনা ব্যস্ত নিশাত- নুসরাত কে নিয়ে
- ছুটির দিনে সুন্দরবনে পর্যটকদের ঢল
- খুলনায় বোমা বিস্ফোরণে আহত ৩
- এবার খুলনায় সাড়া ফেলেছে ‘চুইঝালের হালিম’
- যান্ত্রিক নগরের বুকে সূর্যমুখীর বাগান
- আগামী ৭ মার্চ পবিত্র শবে বরাত
- নারীর কবরের ভেতর বসেছিলেন যুবক
- খুলনায় সড়কে প্রাণ গেল মোটর সাইকেল চালকের
- সুন্দরবনের পশুর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
- খুবিতে ডি-নথি বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ শুরু রবিবারে
- দিঘলিয়ায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু
- দিঘলিয়ায় যুবক হত্যায় আসামী ১৫, গ্রেপ্তার ১
- বরখাস্ত হয়ে নতুন কোম্পানি খুলছেন গুগলের ৭ কর্মী
- খুলনায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু
- প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল আজ
