• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মাইক্রোসফট অফিস ২০২১ উন্মুক্ত হচ্ছে ৫ অক্টোবর

আজকের খুলনা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

 ৫ অক্টোবর উন্মুক্ত হচ্ছে মাইক্রোসফট অফিসের নতুন ভার্সন অফিস ২০২১। নতুন অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারের অভিজ্ঞতা সম্পূর্ণ রূপে বদলে যেতে চলেছে। উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১১ এই দুই অপারেটিং সিস্টেমেই চলবে নতুন অফিস।

শিক্ষার্থী এবং প্রতিদিন যারা মাইক্রোসফট অফিস ২০২১ ব্যবহার করবেন তাদের ১৪৯.৯৯ মার্কিন ডলার খরচ করতে হবে। সেই প্যাকেজের মধ্যেই চলে আসবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট, মাইক্রোসফট টার্মস।

অন্য দিকে আবার যারা বিজনেস ইউজার, অর্থাৎ এমএস অফিস হোম এবং বিজনেস ২০২১ ব্যবহার করবেন, তাদের ২৪৯.৯৯ মার্কিন ডলার খরচ করতে হবে। এই প্যাকেজের মধ্যেই চলে আসবে পিসি এবং ম্যাক ইউজারদের জন্য আউটলুক অ্যাকাউন্ট এবং ব্যবসার ক্ষেত্রে প্রয়োজনীয় আরও মাইক্রোসফট অ্যাপস।

আপনার কম্পিউটার উইন্ডোজ ১১ আপডেট করার পরে মূলত যে সব ডিজাইন দেখা যাবে, মাইক্রোসফট অফিস ২০২১-এর ক্ষেত্রে একটা সামঞ্জস্য রেখে তেমনই হতে চলেছে। একটি নতুন ডিজাইন পেতে চলেছে মাইক্রোসফট অফিস ২০২১। যা রঙের সঙ্গে হুবহু মিলে যেতে চলেছে উইন্ডোজ ১১ প্যালেট। এছাড়াও, বিভিন্ন অ্যাপ্লিকেশনে থাকবে রিবন ইন্টারফেস এবং রাউন্ডার কর্নার্স, যা উইন্ডোজ ১১ ইন্টারফেসের সঙ্গে অনেকখানিই মিলে যাবে।

মাইক্রোসফট ৩৬৫ আলাদা হলেও এমএস অফিস ২০২১ তার থেকে কিছু কোলাবরেশন ফিচার্স পেতে চলেছে। ইউজাররা একটি ডকুমেন্ট যেমন কোলাবরেট করতে পারবেন, তেমনই আবার ওয়ান ড্রাইভ এবং এমএস টিম ইন্টিগ্রেশনও থাকছে।

আজকের খুলনা
আজকের খুলনা