• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের খুলনা

সৌদি আরবে বৃহস্পতিবার থেকে রোজা শুরু

আজকের খুলনা

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

 

সৌদি আরবের আকাশে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে সেখানে রোজা শুরু হবে।

মঙ্গলবার (২১ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই। তবে অনেক সময় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা না গেলে তা এক দিন পরেও হতে পারে। অর্থাৎ বাংলাদেশে শুক্রবার (২৪ মার্চ) রমজান শুরুর যথেষ্ট সম্ভাবনা থাকলেও চাঁদ দেখা না গেলে তা শনিবার পর্যন্ত গড়াতে পারে।

চন্দ্রমাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয় এবং মাসের শুরু ও শেষ অর্ধচাঁদের ওপর নির্ভর করে। যে কারণে রমজান মাস কোন দিন শুরু হবে তা আগে থেকে নির্দিষ্টভাবে বলা যায় না।

 

আজকের খুলনা
আজকের খুলনা