• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শান্তি ও ঐক্য কামনায় শেষ হলো আখেরি মোনাজাত

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩  

মুসলিম উম্মাহর শান্তি-ঐক্য কামনায় ও মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় আখেরি মোনাজাত শুরু হয়। সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত চলে মোনাজাত। 

আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা জুবায়ের। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। এ পর্বে অংশ নিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারী দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি।

আখেরি মোনাজাতের আগে সকালে ফজরের পরপর হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আবদুর রহমান। ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন গতকাল লাখ লাখ মুসল্লি ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে পার করেন।

আজকের খুলনা
আজকের খুলনা