• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শিবগঞ্জে ৫১ লাখ টাকার কালভার্ট অব্যবহৃত

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

৫০ হাজার মানুষের সহজ পারাপার ও কানসাট এলাকার পানি নিষ্কাশনের জন্য চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাঘিতলা গ্রামে কালভার্ট নির্মাণ করা হয়। ২০১৬-১৭ অর্থ বছরে ৫০ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করে শিবগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।নির্মাণের পর থেকে অব্যবহৃত কালভার্টটি। এর ওপরে শুকানো হচ্ছে খড়ি ও খড়কুটা।সরেজমিন গিয়ে দেখা যায়, কালভার্টের পূর্ব দিকের রাস্তা ফাঁকা থাকলেও পশ্চিম দিকে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করে বসবাস করছে ছয়টি পরিবার। এতে রাস্তাটি বন্ধ রয়েছে।

কালভার্টের পশ্চিম পাশে একটি নূরানী মাদ্রাসা ও বাঘিতলা বাজার অবস্থিত। যাদের একমাত্র চলার সহজ পথ কালভার্টের রাস্তাটি।সরকারি রাস্তা দখল করার কথা স্বীকার করে জাহান, রুপচান ও শফিকুল জানান, তারা সরকারি রাস্তা ছেড়ে দিতে প্রস্তুত আছেন। তবে সরকারিভাবে তাদের পুনর্বাসন করলে পরিবারগুলোর উপকার হতো।  কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনাউল ইসলাম জানান, স্থানীয় প্রশাসনে সঙ্গে কথা বলে সড়কটি ব্যবহারের ব্যবস্থা করা হবে।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘কালভার্ট আছে, রাস্তা নাই’- এটি মূলত ইউপি চেয়ারম্যানের দেখার কথা। তারপরও তিনি সরেজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেবেন।

আজকের খুলনা
আজকের খুলনা