• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কানাডার আদালতেও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করা হয়েছে

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আইনের দৃষ্টিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য। তিনি বলেন, কানাডার আদালতেও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আওয়ামী লীগ মাটি ও মানুষের সংগঠন এবং জনগণের আস্থার ঠিকানা। 

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত এবং তারেক রহমান তো দুর্নীতির বরপুত্র দণ্ডিত পলাতক আসামি। রাজনীতি না করার শর্তে তিনি (তারেক রহমান) মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছেন। পলাতক আসামি কীভাবে বিএনপির নেতা হয়? আওয়ামী লীগ নয়, প্রকৃতপক্ষে বিএনপিই দেশ-বিদেশে স্বীকৃত সন্ত্রাসী দল মন্তব্য করে তিনি বলেন, কানাডার আদালতে বিএনপি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত। যারা জনবিচ্ছিন্ন এবং আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ, তারাই সন্ত্রাস করে। বিএনপিও তাই করছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি পরাজয়ের ভয়ে নির্বাচনে আসতে চায় না। আওয়ামী লীগ কখনও খালি মাঠে গোল দিতে চায় না। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায়। বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায় এবং নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যমূলক অপতৎপরতা চালায় বলেও মন্তব্য করেন কাদের।

এসময় সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুমুল জনপ্রিয়তায় বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দ্বিধাগ্রস্ত। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই খালি মাঠে গোল দিতে চায় না।

আজকের খুলনা
আজকের খুলনা