• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের খুলনা

ঘূর্ণিঝড়ের ছয় দিন পর অবশেষে দুই বাঁধ মেরামত

আজকের খুলনা

প্রকাশিত: ২ জুন ২০২৪  

খুলনার কয়রার দশহালিয়া এলাকার কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ অবশেষে মেরামত করা হয়েছে। গতকাল শনিবার সকালে এলাকার তিন শতাধিক মানুষ বাঁধটি মেরামতে অংশ নেন। এর আগে গত মঙ্গলবার ওই বাঁধ মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন এলাকাবাসী। ওই দিনও দুপুরে জোয়ারের আগে বাঁধের ভাঙা অংশে মাটি ফেলে পানি আটকে দেওয়া হয়। পরে বাঁধের দুই পাশে প্রতিরক্ষায় বালুর বস্তা ও টিউব সরবরাহ নিয়ে জটিলতায় ফের ভেঙে যায় ওই বাঁধ।

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে গত ২৬ মে রাতের জোয়ারে উপজেলার দশহালিয়া এলাকাসহ চার স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয় ২০ গ্রাম। পরে অন্য তিন স্থানে মেরামত করা গেলেও দশহালিয়ার বাঁধ মেরামত করা যায়নি। স্থানীয়দের চেষ্টা ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অবশেষে ছয় দিন পর তা মেরামত হলো।

পাউবো খুলনা-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত চেষ্টায় এবার বাঁধটি প্রাথমিকভাবে মেরামত কাজ শেষ হয়েছে।

এদিকে দাকোপের কামিনীবাসিয়ার বাঁধ মেরামত হওয়ায় অবশেষে গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। অনেকেই এখন বাড়ি ফিরতে শুরু করেছেন। অনেককে আবার ভেঙে যাওয়া বসতঘর সংস্কার করতে দেখা গেছে। পাউবোর নেতৃত্বে শ্রমিকরা কয়েকবার এ বাঁধটি আটকানোর চেষ্টা করলেও তা নদীর প্রবল জোয়ারের তোড়ে বিলীন হচ্ছিল। অবশেষে শ্রমিকরা ছয় দিন পর শনিবার কামিনীবাসিয়ার বাঁধটি সংস্কার করতে পেরেছেন।

আজকের খুলনা
আজকের খুলনা