• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদায় ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠান 

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪  

তেরখাদা প্রতিনিধিঃ  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেরখাদা এর উদ্যোগে গত ২৬ মার্চ দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে  ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-০৪ আসনের  সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। অনুষ্ঠানে প্রকল্প উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ  শেখ ফজলুল হক মনি। অনুষ্ঠানে  স্বাগত বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার। উপজেলা একাডেমিক সুপারভাইজার  সাহেলা সুলতানা এর সঞ্চালনায়  অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত  হোসেন মুক্তি, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ শফিকুল ইসলাম, থানার অফিসার  ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম ওয়াহিদুজ্জামান, ইউপি চেয়ারম্য শেখ মোঃ মহসিন সহ আরো অনেকে।
 পরে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বেলুন উড়িয়ে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  এ সময় বিভিন্ন দপ্তরের  অফিসার,জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তি। ।।এদিনে বিভিন্ন  শ্রেণি পেশার লোকবৃন্দ উপস্থিত ছিলেন

আজকের খুলনা
আজকের খুলনা