• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শিক্ষার্থীদের ঝাড়ু দিয়ে পেটালেন প্রধান শিক্ষক, অভিভাবকদের বিক্ষোভ

আজকের খুলনা

প্রকাশিত: ২১ মার্চ ২০২৪  

স্কুল মাঠে উচ্চ শব্দে খেলা করায় শিক্ষার্থীদের ঝাড়ু দিয়ে পেটানোর অভিযোগ ওঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম আল মামুন। মঙ্গলবার (১৯ মার্চ) দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ১৭নং উত্তর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ৫ম শ্রেণির শিক্ষার্থী সামিয়া বলেন, টিফিনের সময় বিদ্যালয়ের মাঠে খেলা করছিলাম। খেলা শেষ করে ক্লাসে ঢুকে দেখি প্রধান শিক্ষক ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছেন। এক এক করে ১৫/২০ জন শিক্ষার্থীকে ঝাড়ু দিয়ে পেটাচ্ছেন। আমাকে পেটাতে গেলে আমি ঠেকানোর চেষ্টা করলে আমার চোখের কোণায় লাগে। এছাড়া আমার পিঠের কয়েকটি স্থানে পেটানো হয়। ছুটির পর বাড়ি গিয়ে অভিভাবকদের জানালে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন তারা।

এদিকে নির্যাতনের শিকার শিক্ষার্থীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার (২০ মার্চ) সকালে অভিভাবকরা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন।

অভিভাবকরা বলেন, একজন সুস্থ মানুষ বাচ্চাদের এভাবে পেটাতে পারে না। আমরা প্রধান শিক্ষকের শাস্তির দাবি করছি। শিক্ষার্থীর অভিভাবক মুজিবর রহমান বলেন, শিক্ষকরা অবশ্যই শাসন করতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে ঝাড়ু দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পেটাতে হবে। তার শাস্তি হওয়া দরকার।

এ ব্যাপারে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ বলেন, আমার কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমি শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলছি। ঘটনা সত্য হলে তদন্তপূর্বক অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে প্রধান শিক্ষক আল মামুনের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি।

আজকের খুলনা
আজকের খুলনা