• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসার কার্বন ফ্যাক্টরিতে আগুন

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪  

খুলনার রূপসা উপজেলার মীনকো নামে একটি কার্বন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তিলক নামক স্থানে অবস্থিত ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৯টার দিকে স্থানীয়রা রূপসার তিলক নামক স্থানে অবস্থিত কার্বন ফ্যাক্টরিতে আগুন জ্বলতে দেখে। তারা ফায়ার সার্ভিসের সদস্যদের সংবাদ দিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানায় থাকা পাটখড়ি পুড়ে ছাই হয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জানান, সকাল ৯ টা ২০ মিনিটে রূপসার কুদির বটতলার তিলক নামক স্থানে অবস্থিত পাটখড়ি পুড়িয়ে কার্বন বানানোর একটি কারখানায় আগুন লাগে। এসময় একটি পাটখড়ি বোঝাই ট্রাকে আগুন লাগে। এছাড়া কারখানার সামনের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে কার্বন তৈরির জন্য মজুদ রাখা পাটখড়ি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের রূপসা, টুটপাড়াসহ খুলনার ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, মীনকো কার্বন তৈরির ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ৫টি ইউনিটের ১০টি পানির লাইনে কাজ করা হয়েছে। তবে এখনও নির্বাপনের কাজ চলছে। আগুনে ফ্যাক্টরির ৮ বিঘা জমিতে থাকা পাটখড়ি ও বস্তায় মজুদ অজানা ক্যামিকেল পুড়ে গেছে।

তিনি বলেন, ফ্যাক্টরিটিতে পাটখড়ি শুকিয়ে বিভিন্ন পদ্ধতিতে কার্বন তৈরি করা হয়। অজানা কেমিক্যাল রয়েছে এখানে। এগুলো চীনে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের এই সিনিয়র কর্মকর্তা বলেন, বস্তায় মজুদ কেমিক্যালে পানি ছেটানোর সময় অনেক উচু পর্যন্ত আগুন উঠছিল। এটা খুব ভয়াবহ। তবে আমাদের কর্মীরা সতর্ক থাকায় হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা