• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় আলহাজ্ব সারোয়ার খান কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

আজকের খুলনা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪  

স্টাফ রিপোর্টারঃ ৭ ফেব্রুয়ারি দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে আবহমান বাংলার ঐতিহ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব সারোয়ার খান কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট প্রকৌশলী শেখ মুনির আহমেদ। প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। সম্মানিত অতিথি ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান শীলা আহমেদ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলহাজ্ব সারোয়ার খান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন।
পিঠা উৎসব উপলক্ষে কলেজ ক্যাম্পাস বর্ণিল সাজে সজ্জিত করা হয়। উৎসবে কলেজের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উৎসবে  ৩০টির অধিক স্টলে ২ শতাধিক প্রকার পিঠা বিক্রির জন্য প্রদর্শন করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা