• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দিঘলিয়ার সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত

আজকের খুলনা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৪  

স্টাফ রিপোর্টারঃ আজ ১ জানুয়ারি সকাল ১১ টার দিকে দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ে আড়ম্বরপুর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে। বই উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রীদের কোলাহলে শতবর্ষি এই শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস কলরবমুখর হয়ে ওঠে।
নতুন বই নিতে ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবকরাও উপস্থিত হন বিদ্যালয়ের সুসজ্জিত ক্যাম্পাসে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহ আলম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হাই সোহেল।

অনুষ্ঠানে পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ আলতাফ হোসেন বলেন,   বর্তমান সরকার শিক্ষা বান্ধভ সরকার। এই সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। নতুন শিক্ষাকারিকুলাম নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। এই কারিকুলার মাধ্যমে বর্তমান সরকার জীবনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছন। বর্তমান শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন হলে আমাদের দেশে শিক্ষা লাভ করে কেউ আর বেকার থাকবেন না
 প্রতিটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদা পূর্ণভাবে উপস্থাপনের জন্য স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করার যে  পদক্ষেপ গ্রহণ করেছেন বর্তমান শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই তা বাস্তবায়ন করা সম্ভব । এজন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষ শিক্ষকদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

আজকের খুলনা
আজকের খুলনা