• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে স্বাক্ষর করায় যুবককে অপহরণের অভিযোগ

আজকের খুলনা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩  

খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারার পক্ষে স্বাক্ষর করায় তেরখাদার সাচিয়াদহ এলাকায় সুজন হালদার নামের এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যার পূর্বে এ ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক এস এম মোর্তজা রশিদী দারা খুলনা জেলা আ’লীগের প্রয়াত সাধারণ সম্পাদক প্রাক্তন সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার ভাই। এস এম মোর্তজা রশিদী দারা প্রয়াত ভাইয়ের রেখে যাওয়া সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্রের সাথে সংসদীয় এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। যাচাই-বাছাই পর্বে স্বাক্ষর তালিকা ত্র“টিপূর্ণ হওয়ায় তার প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং অফিসার। আজ রবিবার দুপুর ১২টায় আপীল শুনানী অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
এস এম মোর্তজা রশিদী দারা জানান, শনিবার সন্ধ্যায় তেরখাদার সাচিয়াদহ ইউনিয়নে আমার নির্বাচনী কর্মী সুজন হালদারকে আমার স্বপক্ষে স্বাক্ষর করার কারণে স্থানীয় ইউপি সদস্য সোহাগ মেম্বর তাকে তুলে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক, পুলিশ সুপারকে অবহিত করেছি। তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি-অভিযোগ সঠিক নয়। তবুও আমি ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের খুলনা
আজকের খুলনা