• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দিঘলিয়ায় দুর্নীতি দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

আজকের খুলনা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩  

উন্নয়ন, শাস্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এ বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে দুর্নীতি বিরোধী কর্মসূচি আজ শনিবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় শুরু হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি এম সিদ্দিকুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশন সমন্নাবিত কার্যালয় খুলনার সহকারী পরিচালক ফারদিন খান প্রিন্স । উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুব আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ফজলুল করিম, মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ বায়োজিদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিঃ অহিদ মুরাদ, সাংবাদিক রানা মোল্লা প্রমূখ।

পরে একই স্থানে উপজেলা মহিলা বিষয়ক এর আয়োজনে বেলা  সাড়ে ১১টায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে পাঁচজন জয়িতা নারীকে পুরস্কৃত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু ।

উপস্থিত ছিলেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিঃ অহিদ মুরাদ, সাংবাদিক রানা মোল্লা প্রমূখ 
সফল জননী নারী জরিনা বেগম এর পক্ষে পুরস্কার গ্ৰহন করেন তারা পুত্র দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি  মোঃ আমিরুল ইসলাম পুরস্কার গ্রহণের সময় অশ্রু ভরা নয়নে মায়ের জন্য সকলের কাছে দোয়া চান।

আজকের খুলনা
আজকের খুলনা