• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কৃষকদের পাশে স্বাধীন সমাজ কল্যাণ যুব সংস্থার সবজি বীজ বিতরণ

আজকের খুলনা

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩  

খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশীতে স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার উদ্যোগে শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের সবজি বীজ বিতরণ করা হয়েছে। আজ রবিবার (০৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে আংটিহারা এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে এ সবজি বীজ বিতরণ করা হয়। কৃষকদের হাতে টমেটো, লালশাক, বরবটি, ঢেঁড়স, ঝিঙা, ধুন্দুল, কুমড়া, ডাঁটাশাক ও পুঁইশাকের বীজের প্যাকেট তুলে দেন

স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদ খান। এসময় তিনি বলেন, সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখার অংশ হিসেবে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করা হচ্ছে, যাতে কৃষক তার নিজের সবজির চাহিদা পূরণ করতে পারে; পাশাপাশি উদ্বৃত্ত হলে বিক্রি করে নগদ অর্থের চাহিদা সামান্যতম হলেও পূরণ করতে পারে।

এসময়ে উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, আ’লীগ নেতা মৃনাল কান্তি সরদার, স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি আহাদ আলী খান, সদস্য মফিজুল ইসলাম, আকবার আলী, প্রশান্ত মন্ডল, শাহ আলমগীর মিলন, তাজমুল হোসেন, আইনুল ইসলাম, রিয়াজ হোসেন, হাসিবুল ইসলাম বাপ্পি, মোঃ আবু রায়হান খান, মোজাম্মেল হোসেন, শাহিনুর ইসলাম, সঞ্জয় মন্ডল, ইয়াকুব শেখ, কৃষ্ণপদ মন্ডল ও সজীব হোসেন প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা