• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় পুলিশ পরিচয়দানকারী প্রতারক অনিল বিশ্বাস গ্রেফতার

আজকের খুলনা

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩  

খানজাহান আলী ব্রিজের টোলপ্লাজা এলাকার ফুটপাত এলাকা থেকে পুলিশ পরিচয়দানকারী প্রতারক অনিল কুমার বিশ্বাস অনিককে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে তাকে গ্রেফতার করে রূপসা থানা পুলিশ। এ ঘটনায় রূপসা থানায় মামলা হয়েছে। গ্রেফতার অনিল কুমার বিশ^াস অনিক (৪০) চুয়াডাঙ্গার হিজলগাড়ী গ্রামের মৃত নবীন কুমার বিশ্বাসের পুত্র। বর্তমানে সে বাগেরহাটের ফকিরহাট লকপুর গ্রামে বসবাস করে।
পুলিশের সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রূপসা থানাধীন টোল প্লাজা সংলগ্ন উত্তর পাশের ফুটপাত থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে পুলিশ পরিদর্শক পরিচয়দানকারী প্রতারক অনিল কুমার বিশ্বাস অনিককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড, পুলিশের ভিজিটিং কার্ড, একটি vivo Y02A এ্যাড্রয়েড মোবাইল নেট, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একটি পিঠ ব্যাগ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর র‌্যাংক-ব্যাজ সম্বলিত মেট্রোপলিটন পুলিশের এক সেট পুলিশ ইউনিফর্ম, পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ মনোগ্রাম সম্বলিত একটি পি-ক্যাপ, পুলিশ স্পেশাল ব্রাঞ্চ মনোগ্রাম সম্বলিত গ্রে-কালারের একটি কোটি, পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একজোড়া ক্যানভাস স্যু, এক জোড়া কাল রংয়ের স্যু, পুলিশের ইন্সপেক্টর পদমর্যদার একটি পুলিশ বেল্ট, পুলিশ ইউনিফর্ম পরা ধৃত আসামির একটি ৩জ সাইজের লেমিনিটেড ছবি, বাংলাদেশ পুলিশ ইউনিফর্ম পরা ধৃত আসামির একটি ৮ ইঞ্চিদ্ধ৬ ইঞ্চি সাইজের লেমিনিটেড ছবি, আসামির নিজ নামীয় দু’টি পুলিশ ভিজিটিং কার্ড উদ্ধার করে। এ ঘটনায় এস আই আল আমিন বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।

আজকের খুলনা
আজকের খুলনা