• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে খুলনায় অভিযান

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩  

খুলনায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ এর আওতায় জেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান পরিচালিত হয়েছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ২০২৩ এর আওতায় ১৩ অক্টোবর খুলনা জেলার রূপসার আঠারোবেঁকী ও আতাই নদীতে অভিযান পরিচালনা করে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুরিয়ে বিনষ্ট করা হয়। খুলনার রূপসা, তেরখাদা, দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, কর্মচারীদের পাশাপশি নৌপুলিশ সদস্যগণ এ অভিযান পরিচালনাকালীন উপস্থিত ছিলেন।

রুপসা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বাপী কুমার দাস জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ইলিশের প্রজনন এলাকার নদীতে ইলিশ মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। এ সময় নদীতে ইলিশ মাছ শিকারীদের মাছ শিকারে বিরত রাখতে উপজেলা ও জেলা প্রশাসনের সাথে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনীর সমন্বয়ে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য ইলিশ মাছ শিকার থেকে প্রান্তিক জেলেদের ভিজিএফ এর আওতায় প্রত্যেককে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এবং মা ইলিশ সংরক্ষণে নদীতে মাছ শিকার থেকে বিরত রাখতে বিশেষভাবে প্রচার অভিযান পরিচালনা করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা