• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দুর্গাদেবীর মহালয়া আজ

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩  

আজ শনিবার ভোর ৫টায় শ্রীশ্রী দুর্গাদেবীর মহালয়া। চন্ডিপাঠের মাধ্যমে ভক্তবৃন্দ দেবী দুর্গাকে মত্তলোকে আগমনের জন্য আহŸান করা হবে। এ উপলক্ষে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে দেবী দুর্গার আবির্ভাব, মহিষাসুর বধ অনুষ্ঠান মালার আয়োজন করেছে। আজ থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। সকাল ৬টায় রূপসা মহাশ্মশান ও শ্মশানকালী মন্দিরে মহালয়া উপলক্ষে চন্ডিপাঠ, মায়ের আগমনী সঙ্গীত, নৃত্য ও মহিষাসুর মদিনী নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেবী দুর্গা এবার ঘোটকে আগমন করবেন এবং ঘোটকে গমন করবেন। 
খুলনা মহানগরীতে এবার ১৩৫টি ও খুলনা জেলার ৯টি উপজেলা, ২টি পৌরসভায় ৯০৯টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। আগামী ২০ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবং ২৪ অক্টোবর মঙ্গলবার দশমী পূজার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ এ উৎসব।  

মহালয়া উদ্যাপন উপলক্ষে রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির আয়োজনে মহানগর পূজা উদ্যাপন পরিষদের সার্বিক তত্ত¡াবধানে আজ শনিবার সকাল ৬টায় শ্রীশ্রীচণ্ডী পাঠ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৬টায় মায়ের আগমনী গান, ৭টায় গীতিনাট্য (মহীষাসুর মদিনী মা দুর্গা), সকাল সাড়ে ৭টায় আলোচনা সভা, ৯টায় প্রয়াত পূর্ব পুরুষদের স্মরণ, শ্রদ্ধা ও স্মৃতির উদ্দেশ্যে তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর। এ উপলক্ষে সকল ভক্তবৃন্দকে যথাসময় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক রতন কুমার নাথ।

আজকের খুলনা
আজকের খুলনা