• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কয়রায় হাত-পা মুখ বাঁধা অবস্থায় শিশু উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩  

সাদা কাপড় দিয়ে হাত-পা, মুখ বাধা অচেতন অবস্থায় আরাফাত হোসেন (১২) একটি শিশুকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রবিবার ২৭ আগস্ট বিকাল ৫ টায় খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের গড় আমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের ট্যাংকির পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

সে একই ইউনিয়নের ভান্ডারপোল গ্রামের মোঃ আক্তার হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আরাফাত হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার এখনো জ্ঞান ফেরেনি। এঘটনায় কাউকে আটক করা হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, গড় আমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বাথরুমের ট্যাংকির পাশে অচেতন অবস্থায় সাদা কাপড় দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে তাকে স্থানীয়রা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইমদাত হোসেন বলনে, খবর পেয়ে ঘটনা স্থাল পরিদর্শন করেছি। শিশুটির এখনো অচেতন। তবে জ্ঞান ফিরলে তার কাছ থেকে বিষয় টি জানা যাবে।

আজকের খুলনা
আজকের খুলনা