• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় পানিতে ডুবে একই দিনে দু’শিশুর মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ মে ২০২৩  

খুলনার রূপসায় একই দিনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের এক জনের বাড়ি নৈহাটি গ্রামে, আর অন্য জনের বাড়ি আনন্দ নগর গ্রামে।

জানা যায়, নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের নাজিম উদ্দিন (৩৫) এর ছেলে মোঃ মারজার (৭) ২৫ মে দুপুরে  তার মায়ের সাথে  পুকুরে গোসল করতে যায়। মা ছেলেকে গোসল করিয়ে ঘরে যেতে বলেন। ছেলে ঘরে না গিয়ে মাকে পাহারা দেয়। মা পুকুর থেকে চলে আসলে পুনরায় আবার এসে পুকুরে গোসল করতে নামে । এক পর্যায়ে পানিতে ডুবে যায়। মা ঘরে গিয়ে ছেলেকে  খোঁজাখুঁজি করে না পেয়ে বাইরে  খুজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তার ছেলেকে ভাসতে দেখে কান্নাকাটি শুরু করে।

এলাকাবাসী দ্রুত পুকুর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত্যু ঘোষণা করেন।

অপরদিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দ নগর (মেঝ ঝিল) গ্রামের মোঃ সেকেন্দার শেখ( ৩৮) এর ছেলে ওবাইদুল ১৮ মাস বয়স। ছেলেকে নিয়ে তার মা  ২৫ মে দুপরে খাওয়া সেরে  ঘরে রেখে পাশের বাড়িতে একটি জরুরী কাজের জন্য যায়। দ্রুত কাজ সেরে  ঘরে এসে ছেলেকে দেখতে না পেয়ে খোজাখুজি করতে থাকে।  কোথাও খুঁজে না পেয়ে লোকজন জড়ো করে। রাস্তার পাশে বাইজিত মল্লিক ইজি বাইক চালক (ওবাইদুলের ফুফা) এই কথা জানতে পেরে সেও খুজতে থাকে। তাদের বাড়ির পাশের প্রতিবেশি খাদিজা বেগম ও খুঁজতে থাকে। খাদিজা বেগম বাড়ির পাশের একটি ডোবার ভেতর কি যেন ভাসতে দেখে  বাইজিদ কে ডাক দেয়। বাইজিত দ্রুত ডোবায় নেমে সেকেন্দার কে উদ্ধার করে ইজি বাইকে করে বিকাল সাড়ে ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত্যু ঘোষণা করেন।

আজকের খুলনা
আজকের খুলনা