• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের খুলনা

চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে রূপসায় ৪ জনকে অর্থদণ্ড

আজকের খুলনা

প্রকাশিত: ২২ মে ২০২৩  

খুলনার রূপসা উপজেলা বাগমারা এলাকায় অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলি) পুশ করায় ৪ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২১ মে ) সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড রূপসা স্টেশন এর অভিযানিক দল ও রূপসা উপজেলা সিনিয়র মৎস্য অফিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করেন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বাপী কুমার দাশ জানান, অতিরিক্ত মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে বাজারজাত করে রুপসা এলাকার এই অসাধু পুশকারীরা।

অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলী) পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ আইন (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে পুশকারী মোঃ ফরহাদ, মোঃ শামীম, মোঃ রাব্বি শেখদেরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে । অভিযান পরিচালনার সময় ওই প্রতিষ্ঠান থেকে জেলী পুশ করা ২০০ কেজি চিংড়ি এবং অপদ্রব্য জেলী পুশ কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

জব্দ কৃত চিংড়ি মাছ, অপদ্রব্য পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থি

আজকের খুলনা
আজকের খুলনা