• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়ায় জাল টাকা ও তৈরির মেশিন-সহ মূল হােতা গ্রেফতার

আজকের খুলনা

প্রকাশিত: ৫ মে ২০২৩  

ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে খুলনা সদর ও চুয়াডাঙ্গা জেলা থেকে জাল টাকা ও তৈরির মেশিন-সহ ২ জনকে গ্রেফতার করেছে।

আজ বৃহস্পতিবার (৪ মে) রাতে থানা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্যে জানানো হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল গরু’র হাট থেকে ৫’শ টাকার ২’শ ১০ খানা জাল নােট-সহ জাল টাকার কারবারি শামীম মাড়ল (৩৫)-কে গ্রেফতার করা হয়।গত (১মে) তাকে রিমান্ডে এনে ডুমুরিয়া থানা পুলিশের জিজ্ঞাসাবাদের সময় সে জাল টাকা কারবারির মুল হােতা ও সহযােগীর নাম প্রকাশ করে।তার স্বীকারোক্তি মােতাবেক গত বুধবার গভীর রাতে এক বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা জেলার সদর থানার সাতগাড়ি মােড় এলাকায় থেকে জালটাকা তৈরির মুলহােতা জাহাঙ্গীর বিশ্বাস(৫৩)কে নমুনা জাল টাকা-সহ গ্রেফতার ও জাল তৈরির মেশিন এবং অন্যান্য সরঞ্জামসহ আটক করা হয়। এর আগেই খুলনা মহানগরীর জােড়াগেট এলাকা থেকে তাদের অন্যতম সহযােগী আজম খান (৫৬) কে গ্রেফতার করে পুলিশ।এ প্রসঙ্গ বৃহস্পতিবার ডুমুরিয়া থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম বলেন,ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরী’র নেতৃত্বে পরিচালিত অভিযানে চুয়াডাঙ্গা থেকে জাল টাকা তৈরি ও ব্যবসার মূল হােতা জাহাঙ্গীর বিশ্বাসকে জাল টাকা ও তৈরির মেশিন-সহ গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীরা আদালতে স্বীকারোক্তি মূলক জবান বন্দিসহ তাদের আরো সহযোগীদের নাম প্রকাশ করেছে।সিন্ডিকেটের সাথে জড়িত অন্যানদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা