• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কয়রায় বিএনপি’র সদস্য সচিব বাবুলের বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল আমীন বাবুলের বিরুদ্ধে পদ বাণিজ্য ও ভবিষ্যতে ইউনিয়ন বিএনপি’র পদ দেবার আশ্বাসে উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে। তার কর্মকান্ডে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই অবিলম্বে সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন পদ বঞ্চিতরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন শেখ আব্দুর রশিদ।

লিখিত বক্তব্যে বলা হয়, ত্যাগী নেতাদের বাদ দিয়ে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে মাদক বিক্রেতাদের স্থান হয়েছে বলে অভিযোগ পদ বঞ্চিতদের। তাই কয়রা উপজেলা বিএনপিকে বিনাশের পথ থেকে রক্ষার লক্ষ্যে অনিয়মতান্ত্রিকভাবে গঠিত কমিটি বাতিল করে তৃণমূল নেতা-কর্মীদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে। অন্যথায় নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ মনিরুজ্জামান বেল্টু, এম এ হাসান, আবু সাঈদ বিশ্বাস ও কোহিনুর আলম প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা