• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

আজকের খুলনা

কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

খুলনার কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আংটিহারা বেড়িবাঁধের ওপর থেকে মাংস জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীতে নিয়মিত টহল দিচ্ছিল কোস্টগার্ড। গোপন সংবাদে আংটিহারা বাঁধে অভিযান চালায় তারা। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে চারটি বস্তায় ৮২ কেজি মাংস ও ২০টি পা উদ্ধার করে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, কোস্টগার্ড অভিযানে চালিয়ে হরিণের মাংস জব্দ করে খাশিটানা ক্যাম্পে হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আজকের খুলনা
আজকের খুলনা