• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

আজকের খুলনা

খুলনা তেরখাদায় গৃহহীনদের মাঝে ভূমি ও ৯০ টি গৃহ হস্তান্তর

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

তেরখাদা প্রতিনিধিঃ  আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  বঙ্গবন্ধু শেখ হাসিনা ভার্চুয়ালি গরিব দুস্থ অসহায় ও ভূমিহীনদের মাঝে ঘরের কাগজপত্র হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়ালি বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, উপজেলা শিক্ষা অফিসার  মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে তেরখাদা  উপজেলার ভূমিহীন গৃহীনদের মাঝে ভূমি ও ৯০ টি গৃহের কাগজপত্র হস্তান্তর করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা