• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনার রূপসায় গৃহবধূকে হত্যা : মামলা দায়ের

আজকের খুলনা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২  

খুলনা জেলার রূপসা থানাধীন যুগিহাটি গ্রামে কিশোরী গৃহবধূ সাদিয়া আক্তার মিম (১৩) কে হত্যার একমাস পর মামলা দায়ের করা হয়েছে। নিহতের বোন সুমি আক্তার ফারজানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন যুগিহাটি গ্রামের আবুল কালাম সিকদারের ছেলে রাবক্ষী (২৩),  তার মা ফিরোজা বেগম (৪৫), রোমেছা বেগম (৫০), টুম্পা (২০) ও জাহিদুল ইসলাম ইমান (৪৫)সহ অজ্ঞাত আরো ৪/৫জন। ঘটনার পর রূপসা থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ করেনি। থানা বাদীর লিখিত অভিযোগটি গ্রহণ না কারায় বাদী খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর আদালতে মামলা দায়ের করেন (মিস পিটিশন নম্বর- ১৫২/২২)। আদালত আরজিটি আমলে নিয়ে রূপসা থানাকে আদেশ প্রাপ্তির ৬০ দিনের মধ্যে মামলার তদন্ত কর্যক্রম সম্পন্ন করে রিপোর্ট দাখিল করার নির্দেশ প্রদান করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশারেফ হোসেন জানান, আদালতের নির্দেশ পেয়ে ইতোমধ্যে মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মোঃ কবাল আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। 

মামলার বাদী সুমি আক্তার ফারজানার আরজি সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে অত্যন্ত অপ্রাপ্ত বয়ষ্ক স্ত্রীকে অমানুসিক শারীরিক নির্যাতন করে  হত্যা ও সহযোগিতার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (গ)/৩০ ধারায় মামলা করা হয়েছে। মিম এর বয়স ১৩ বৎসর মাত্র। সে নগরীর খুলনা জেলা পুলিশ স্কুলের ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী ছিলো। 

আজকের খুলনা
আজকের খুলনা