• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইউপি চেয়ারম্যান জাকির হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২  

খুলনা জেলার দিঘলিয়ার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন হত্যা মামলার মূল আসামি শামিম শেখকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে ফুলতলার গাড়াখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, দিঘলিয়ার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন এবং আনসার শেখের গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সময়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। গত ১২ জুন চেয়ারম্যান গাজী জাকির হোসেন মোটরসাইকেল যোগে দিঘলিয়া থানাধীন বোয়ালিয়ারচর গ্রামে মাছের ঘের দেখে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। বাড়ি ফেরার পথে বোয়ালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গাজী জাকির হোসেন মৃত্যুবরণ করেন। এই সংক্রান্তের গাজী জাকির হোসেনের ছেলে বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে র‌্যাব-৬।

আরও জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলার গাড়াখোলা এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি শামিম শেখ (২৮) গ্রেফতার করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা