• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

আজকের খুলনা

খুলনায় দুটি পানি প্রক্রিয়াকরণ কারখানাকে জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২  

খুলনা রূপসা উপজেলার বিভিন্ন পানি প্রক্রিয়াকরণ কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সামন্তসেনা নতুন হাট এলাকায় অবৈধ ও অস্বাস্থ্যকর ভাবে পানি প্রক্রিয়াকরণ করায় আয়াত সেইফ ওয়াটারকে ৫ হাজার টাকা এবং কিসমত একাকায় ইশরা ওয়াটার প্ল্যান্টকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এছাড়া গল্লামারী বাজারে তদারকি অভিযান চালানো হয়।

অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা