• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ছাত্রীকে কুপ্রস্তাব, ৩ ঘণ্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক

আজকের খুলনা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২২  

খুলনার রূপসা উপজেলার ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাসের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাবসহ তার বিভিন্ন অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা।

বুধবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাসসহ স্কুলের শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্রীদের সঙ্গে বিভিন্ন সময় অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি সম্প্রতি দুই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেন। এ ঘটনায় সকালে বিক্ষোভ শুরু হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস জানান, ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সমস্যার সৃষ্টি হয়। আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপবাদ দিয়ে নাজেহাল করছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া তাছনিম বলেন, প্রধান শিক্ষককে আইনের আওতায় এনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আজকের খুলনা
আজকের খুলনা