• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় বাল্যবিবাহ বন্ধ করে দিলেন ইউএনও

আজকের খুলনা

প্রকাশিত: ৯ আগস্ট ২০২২  

খুলনার পাইকগাছায় সপ্তম শ্রেণি পড়-য়া এক স্কুল ছাত্রীর (১৩) বাল্যবিবাহ বন্ধ করে দিলেন ইউএনও। জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাসাখালী গ্রামের মো. আজিজ গাজী তার সপ্তম শ্রেণি পড়-য়া কন্যাকে পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামের মো. মজিবর রহমানের পুত্র মো. রাজু আহমেদ (২২) এর সাথে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মো. ফয়সাল হোসেন ও ভিডিপি সদস্য মো. সামাদ গাজী অভিযান চালিয়ে মেয়ের পিতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন বাল্যবিবাহের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। একাধিক বাল্যবিবাহ বন্ধ করে দিলেও কমছে না বাল্যবিবাহ এজন্য পাশাপাশি এলাকার জনপ্রতিনিধি ও সুধী সমাজের কাছে বাল্যবিবাহ প্রতিরোধে সহযোগিতা কামনা করেন।

আজকের খুলনা
আজকের খুলনা