• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

আজকের খুলনা

রূপসায় শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ জুলাই ২০২২  

খুলনা জেলা শ্রমিক লীগের সদস্য সচিব  মোঃ শহিদুল ইসলাম মোল্লাকে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার ঘোষ ও সহ-সভাপতি মোঃ নওশের কর্তৃক প্রাণনাশের হুমকি প্রদান করায় রূপসা উপজেলা শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৫ জুলাই) বিকালে পূর্ব রূপসা ব্যাংক চত্বর থেকে মিছিলটি বের হয়ে রূপসা ঘাট এলাকায় প্রতিবাদ সভার  মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ আলী রাজ এর পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি তারেক আহমেদ টিপু, শ্রমিক লীগ নেতা এসএম সোহেল হোসেন লিটন,  কামরুল শেখ, সিদ্দিক শেখ, মোঃ রিপন হাওলাদার, নৈহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ জাহিদ হাসান, সহ-সভাপতি সোহেল শেখ, সাধারণ সম্পাদক মোঃ আলিম শেখ, টিএসবি ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব সেলিম বাবু, যুগ্ম-আহবায়ক মামুন শেখ, শ্রমিক লীগ নেতা মোঃ কবির শেখ, মোঃ বিল্লাল শেখ, সোহেল উদ্দিন রাজা, আবুল হোসেন, মোঃ আল-আমিন, কৃষক লীগ নেতা মোঃ নাসির উদ্দিন, শ্রমিক লীগ নেতা মোঃ মুজিবর শেখ, আনোয়ার শেখ, ইউনুস শেখ, আরিফ শেখ প্রমুখ।

সভায় বক্তারা প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আজকের খুলনা
আজকের খুলনা