• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসা নদীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির লাশ উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ জুন ২০২২  

রূপসা নদীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝি মতি শিকদারের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ১০ টার দিকে বটিয়াঘাটা থানা এলাকার ১০ গেট এলাকার স্থানীয় জেলেদের জাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো: আব্দুল মুন্নাফ। তিনি বলেন, রাতে বটিয়াঘটা থানা অন্তগত ১০ গেট এলাকায় জেলেরা মাছা ধরার জন্য নদীতে জাল ফেলে। রাত সাড়ে ১০ টার দিকে স্থানীীয় এক জেলের জালে মতি শিকদারের লাশ বেঁধে যায়। এসময় ওই মাঝি বিষয়টি স্থানীয়দের জানায়। এরপর পূর্ব রূপসার ট্রলার মাঝি সমিতির সভাপতি রেজা ও সাধারণ সম্পাদক শাহাদাৎকে বিষয়টি ১০ গেট এলাকার জেলেরা জানায়। রাতে মাঝি পল্লীর কয়েকজন নিহতের লাশটি পূর্ব রূপসার চর এলাকায় নিয়ে আসে। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে ঘাট এলাকায় অনেক মানুষের সমাগম হয়।

এর আগে বুধবার বিকালে বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত। এ সময় পূর্ব রূপসা থেকে ২৫ জন যাত্রী নিয়ে মতি শিকদার পশ্চিম রূপসার দিকে আসতে থাকে। নদীর মাঝ পথে পৌছালে হঠাৎ একটি বজ্রপাত তার ট্রলারের পাশে নদীর পানিতে পড়ে। এসময় জীবন বাঁচাতে মতি মাঝি ও তার ছেলে রাকিব নৌকা থেকে ঝাঁপ দেয়। রাকিব সাতার কেটে তীরে পৌছাতে পারলেও বাবা মতি মাঝি আর উঠতে পারেনি। বজ্রপাতে ট্রলারের দুই যাত্রী আহত হয়। পরে তাদের খুলনা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়।

আজকের খুলনা
আজকের খুলনা