• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মহানবী (সা:) সর্ম্পকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় রূপসায় একজন আটক

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২২  

ফেসবুকে হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়ন রাজাপুর গ্রাম থেকে নারান সাহ নামে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (১৯ মার্চ) দুপুরে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ। সে ওই এলাকার গৌরপদ সাহার ছেলে।

পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার অফিসার ইনচার্জ হাওলাদার মোশারেফ হোসেন।

পুলিশ জানায়, রাজাপুর গ্রামের গৌরপদ সাহার ছেলে নারান সাহ। নিজস্ব আইডিতে হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। যা ওই এলাকার মানুষের দৃষ্টিগোচর হয়। মুহুর্তের মধ্যে মুসল্লী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি জানাজানি হলে তারা বিক্ষোভে ফেটে পড়েন। এসময় চার শতাধিক মানুষ তার বাড়ির সামনে অবস্থান নেয়। উপস্থিত জনতা তাকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

পরিস্থিতি সামাল দিতে সেখানে থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে হাজির হন খুলনা পুলিশ সুপার মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাত হোসেন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশারেফ হোসেন বলেন, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনার ব্যাপারে সাইবার ইনভেস্টিগেশন সেলে যাচাই বাছাই চলছে। প্রকৃত ঘটনার জন্য যদি তিনি দায়ী হন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি এ প্রতিবেদককে জানান।

আজকের খুলনা
আজকের খুলনা