• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় পাখি ধরার সরঞ্জামসহ দুই শিকারী আটক

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২  

খুলনার পাইকগাছা থেকে বন্যপাখি ধরার সরঞ্জাম সহ দুই শিকারীকে আটক করা হয়েছে। আটককৃত দু’জনকে জরিমানা করা হয়েছে। ঘের অধ্যুষিত অত্র এলাকায় কতিপয় পাখি শিকারীরা মৌসুমের বিভিন্ন সময়ে এলাকার খাল-বিল ও চিংড়ি ঘের থেকে পাখি শিকার করে আসছিল। এমন খবরের ভিত্তিতে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরে উপজেলার শামুকপোতা বাজারে অভিযান চালিয়ে পাখি ধরার ফাঁদ, জাল ও পাখি আকৃষ্ট করার ইলেকট্রনিক্স সরঞ্জাম সহ দুই শিকারীকে আটক করে। আটকৃতরা হলেন, রামনগর গ্রামের আব্দুল ওহাব গাজীর ছেলে রবিউল গাজী (৪০) ও একই এলাকার মিনাজ উদ্দীন বিশ্বাসের ছেলে মিজানুর রহমান বিশ্বাস। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনের আওতায় আটক দু’জনকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এ সময় উপস্থিত ছিলেন, বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য ও পেশকার প্রতুল জোয়াদ্দার।

আজকের খুলনা
আজকের খুলনা