• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়ায় বস্তাবন্দি সরকারি কম্বল ,শীতে কাঁপছে দুঃস্থরা,

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১  

খুলনার ডুমুরিয়ায় চলতি বছর ১৫ নভেম্বর খুলনা জেলা প্রশাসকের ত্রাণ ও পুর্নবাসন শাখা থেকে উপজেলার অসহায়, গরীব শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ৬ হাজার ৫৮০ টি কম্বল দেয়া হয়। কিন্তু গত দেড় মাসেও কয়েক দফায় শৈত্য প্রবাহ বয়ে চললেও সে সব কম্বল আজও বিতরণ করা হয়নি। বস্তাবন্দি রয়েছে বিশ্রামাগারে।

অসহায় শীতার্তদের জন্য দেয়া কম্বল বিতরণ করা হচ্ছে না এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কম্বলগুলো উপজেলা প্রশাসনিক ভবন চত্বরের পেনশনভোগী বৃদ্ধদের বিশ্রামাগার স্বস্থির মেঝেতে বস্তাবন্দি তালাবদ্ধ করে রাখা হয়েছে। অথচ অসহায় মানুষেরা শীতে কষ্ট পেলেও কম্বল বিতরণ করা হচ্ছে না।

দেড় মাস ধরে কয়েক দফায় শৈত্য প্রবাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেন কম্বলগুলি দুঃস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে না ?তাহলে কি শীত পেরিয়ে গেলে কম্বলগুলি বিতরণ করবেন এমন প্রশ্নের জবাবে উপজেলা প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন, ‘ত্রাণ কমিটির উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্যের কম্বল বিতরণে নিষেধ থাকায় বিতরণ করা হয়নি। নির্দেশ পেলে প্রতি ইউনিয়নের ট্যাগ অফিসারের মাধ্যমে তালিকা অনুযায়ি কম্বল বিতরণ করা হবে।’

স্থানীয় সংসদ সদস্য ও কমিটির উপদেষ্টা নারায়ন চন্দ্র চন্দ বলেন, ‘কম্বল যে সময়ে ডুমুরিয়াতে পাঠানো হয়। সে সময়ে সদ্য ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে কোন কোন ইউনিয়নে বা ওর্য়াডে নতুন চেয়ারম্যান মেম্বর নির্বাচিত হয়েছেন। তাই নতুনেরা দায়িত্ব নিলে তখন কম্বল বিতরণ করার জন্য বলা হয়েছে।’

আজকের খুলনা
আজকের খুলনা