• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১  

খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্য উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির মধ্যে ছিলো, বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য বিজয় র‌্যালী, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,কপিলমুনি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ শীর্ষক আলোচনা সভা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে শপথ গ্রহণ ইত্যাদি।

সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পাইকগাছা সরকারী বালক বিদ্যালয় মাঠে পায়রা অবমুক্তি, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।

সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, অ্যাড.সম বাবর আলী, শেখ শাহদাৎ হোসেন বাচ্চু, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা নিতীশ চন্দ্র গোলদার, ওসি জিয়াউর রহমান।

এর পর পাইকগাছা সরকারী বালক বিদ্যালয় মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

আজকের খুলনা
আজকের খুলনা